অক্ষর-পত্র ও পাঞ্জেরী প্রকাশনীর প্রতারণা
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের নামে অবৈধ গাইড বইয়ের একটি পাণ্ডুলিপি শুধু মোড়ক পরিবর্তন করে তিনটি ভিন্ন নামে বাজারজাত করা হচ্ছে। বই তিনটির লেখকও আলাদা। অথচ এ বইগুলোর দাড়ি, কমা, পৃষ্ঠা নম্বর হুবহু এক ও অভিন্ন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একই অবস্থা। শুধু শ্রেণিভেদে পাণ্ডুলিপি আলাদা।