একই পাণ্ডুলিপির বই ভিন্ন মোড়কে বাজারে

অক্ষর-পত্র ও পাঞ্জেরী প্রকাশনীর প্রতারণা

একই পাণ্ডুলিপির বই ভিন্ন মোড়কে বাজারে

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের নামে অবৈধ গাইড বইয়ের একটি পাণ্ডুলিপি শুধু মোড়ক পরিবর্তন করে তিনটি ভিন্ন নামে বাজারজাত করা হচ্ছে। বই তিনটির লেখকও আলাদা। অথচ এ বইগুলোর দাড়ি, কমা, পৃষ্ঠা নম্বর হুবহু এক ও অভিন্ন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একই অবস্থা। শুধু শ্রেণিভেদে পাণ্ডুলিপি আলাদা।

২৪ আগস্ট ২০২৫